Wellcome to National Portal
জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোং লিঃ বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি), শিল্প মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ সেপ্টেম্বর ২০২২

ঢাকা ষ্টীল ওয়ার্কস লি. আধুনিকায়ন ও নতুন কারখানা স্থাপনের লক্ষ্যে বিএসইসি’র চেয়ারম্যান জনাব মোঃ শহীদুল হক ভূঁঞা, এন.ডি.সি, মহোদয়ের সহিত ভারতীয় কোম্পানির প্রতিনিধির সাথে আলোচনা।


প্রকাশন তারিখ : 2022-09-09

বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় বিএসইসি’র চেয়ারম্যান দফতরে এ সাক্ষাৎ শেষে ব্যবসা উন্নয়ন ও প্রসারের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


সভায় তারা ‘ঢাকা ষ্টীল ওয়ার্কস লিমিটেড’ কারখানার আধুনিকায়ন এবং একটি আধুনিক স্টিল রি-রোলিং মিল স্থাপনের লক্ষ্যে টেকনিক্যাল, ড্রয়িং-ডিজাইন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এর আগে মঙ্গলবার (৬  সেপ্টেম্বর) এআরআই গ্রুপের পরিচালক অনুজ খান্না, মেহুল খান্না ও বিএসইসির ঊধ্বর্তন কর্মকর্তাদের সঙ্গে ঢাকার টঙ্গীতে ঢাকা ষ্টীল ওয়ার্কস লিমিটেড কারখানা পরিদর্শন করেন।
 

সভা শেষে ভারতীয় প্রতিনিধি দলটি সর্বোচ্চ সহযোগিতা দেয়ার আশ্বাস দেন। এছাড়াও তারা মোটরসাইকেল ও গাড়ি উৎপাদনে বিএসইসির সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। বিএসইসির চেয়ারম্যান তাদের এই আগ্রহ দু-দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও আন্তরিক ও জোরদার করবে বলে আশা প্রকাশ করেন। বিএসইসি ও ARI শিগগিরই আরেকটি দ্বিপাক্ষিক সভায় মিলিত হবেন বলে উভয়পক্ষ একমত পোষণ করেন।

সভায় বিএসইসির পরিচালক ও যুগ্ম সচিব মো. মনিরুল ইসলাম, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ও যুগ্মসচিব বদরুন নাহার, বিএসইসির সচিব মো. নাজমুল হক প্রধান, ঢাকা ষ্টীল ওয়ার্কস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. কামাল উদ্দিন এবং ঊধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

দৈনিক যুগান্তর এর খবর

 

সময় টিভি এর খবর