বাংলাদেশে সরকারি প্রতিষ্ঠান মানেই ‘লোকসানি’ এ ধারাকে পাল্টে দিয়েছে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পিআইএল)। গত পাঁচ দশক ধরে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানটি দেশের অটোমোবাইল শিল্পে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসছে। সরকারি এ প্রতিষ্ঠানের পথ অনুসরণ করেই গত এক দশকে দেশেই অটোমোবাইল খাতের একাধিক বড় বিনিয়োগ শুরু করেছে বেসরকারি উদ্যোক্তারা।