Wellcome to National Portal
  • Banner5
জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোং লিঃ বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি), শিল্প মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৪ জুলাই ২০২২

ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার বিক্রয়ে জিইএমকো ও নেসকোর চুক্তি


প্রকাশন তারিখ : 2022-07-18

2022-07-24-02-17-d8b67dc892f6f130dd5c16a3526b62fe

গত ১৮/০৭/২০২২খ্রিঃ তারিখে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) সভাকক্ষে জেনারেল ইলেকট্রিক ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড (জিইএমকো) এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) মধ্যে ৮২৫টি ২৫০ কেভিএ ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার বিক্রয়ের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর হয়।

 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএসইসির পরিচালক (অর্থ) ও যুগ্মসচিব মো. মনিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সদস্য (প্রশাসন) এবং জিইএমকো পরিচালনা পর্ষদের পরিচালক ও যুগ্মসচিব মো. সাইদ কুতুব। বিএসইসির পরিচালক (পরিকল্পনাও উন্নয়ন) এবং জিইএমকো লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বদরুন নাহার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। জিইএমকোর ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) প্রকৌশল মো. আশরাফুল ইসলাম এবং নেসেকোর প্রকল্প পরিচালক প্রকৌশল মো. আবু হেনা মোস্তফা কামাল চুক্তিতে সই করেন। নেসকোর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশল মো. জাকিউল ইসলাম এবং নেসকো ও জিইএমকোর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

 

জিইএমকোর ব্যবস্থাপনা পরিচালক নেসকোর কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, এ চুক্তির কারণে উভয় প্রতিষ্ঠান লাভবান হবে। এতে সময় ও অর্থ সাশ্রয় হবে। তিনি আরও বলেন, সরকারি প্রতিষ্ঠান সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) মাধ্যমে জিইমোকো ও বিএসইসির যেকোনো প্রতিষ্ঠানের পণ্য ও সেবা ক্রয় করতে পারে। নেসকো লিমিটেডের মতো অন্যান্য বিদ্যুৎ বিতরণ সংস্থা যেমন বিপিডিবি, ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো ও বিআরইবিকে জিইএমকোর পণ্য ক্রয়ে ডিপিএম সুবিধা গ্রহণের আহ্বান জানান। অদ্যাবধি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থাপনায় জিইএমকোর ট্যান্সফরমার কোনো দুর্ঘটনা বা ব্লাস্ট হওয়ার তথ্য পাওয়া যায়নি। নিরাপদ বিদ্যুৎ সরবরাহে জিইএমকোর ট্রান্সফরমার ব্যবহার করে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে বক্তারা গুরুত্বারোপ করেন।